Advertisement

গার্মেন্টস শিল্পে আসছে রোবট !! শ্রমিকের কাজ হারানোর ঝুঁকি কতটা? Bangladesh Garments Industry

গার্মেন্টস শিল্পে আসছে রোবট !! শ্রমিকের কাজ হারানোর ঝুঁকি কতটা? Bangladesh Garments Industry উজ্জ্বল আলোর নীচে লাইন ধরে বসানো সারি সারি সেলাই মেশিন। কাজ করছেন শত শত নারী শ্রমিক। বাংলাদেশের যে কোন গার্মেন্টস কারখানার চিরচেনা দৃশ্য।

এখনো হয়তো ঢাকা, নারায়ণগঞ্জ বা চট্টগ্রামের বড় বড় কারখানায় এমন দৃশ্য দেখা যাবে।

কিন্তু দশ বছর পরের দৃশ্য কল্পনা করা যাক। কেমন হবে তখন বাংলাদেশের একটি পোশাক কারখানা?

নিউইয়র্কের শিমি টেকনোলজি নামের একটি প্রযুক্তি কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা সারাহ ক্রেসলির কাছে ভবিষ্যতের ছবিটা পরিস্কার।

"দশ বছর পরের পোশাক কারখানায় খুব অল্প শ্রমিকই আসলে কাজ করবে। রোবটিক যন্ত্রপাতির পাশাপাশি তখনো আমরা হয়তো কিছু কর্মীকে কাজ করতে দেখবো। কারখানা জুড়ে তখন বেশি থাকবে নানা ধরণের স্বয়ংক্রিয় রোবটিক যন্ত্রপাতি। থাকবে অনেক কম্পিউটার। কারখানার বড় অংশ জুড়ে থাকবে ডিজাইন রুম। বেশিরভাগ কর্মী কাজ করবে এই ডিজিটাল প্রযুক্তি নিয়ে।"

সারাহ ক্রেসলি এর আগে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের অটোমোবাইল বা গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে। যেভাবে অটোমেশন গাড়ি নির্মাণ শিল্পকে পাল্টে দিয়েছে, এবার পোশাক শিল্পে তারই পুনরাবৃত্তি দেখা যাবে বলে মনে করেন তিনি।

News Source:

গার্মেন্টস শিল্পে,আসছে রোবট,শ্রমিকের কাজ হারানোর ঝুঁকি কতটা,Bangladesh Garments Industry,Bangladesh,Garments Industry,Garments,bangladeshi news,garments,পোশাক শিল্প,garments jobs in gazipur,গাজীপুর,Dhaka,narayanganj,Gazipur,গার্মেন্টস মেশিন,গার্মেন্টস ফ্যাক্টরি,শ্রমিক,Garments worker,Bangladesh Garment,garments business,বিসিক,সোয়েটার ফ্যাক্টরি,টেক্সটাইল,textile industry,robotic,stocklot,garments stock lot,stock lot business,গার্মেন্টস,bioscope entertainment,

Yorum Gönder

0 Yorumlar